চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের জিইসি মোড় থেকে সাবেক এমপি বদি আটক

অনলাইন ডেস্ক

২০ আগস্ট, ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ

কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) আটক করেছে। ২০ আগস্ট (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার সময় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

বিষয়টি র‍্যাব-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম নিশ্চিত করেছেন। কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায়  আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

 

গত ১৮ আগস্ট বদিসহ ৩১ জন এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন মুহাম্মদ আবদুল্লাহ নামের এক ব্যক্তি।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট