চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিমানবন্দরে শামসুল হক ফাউন্ডেশনের প্রবাসী সেবা বুথ উদ্বোধন

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০২৪ | ৫:৩০ অপরাহ্ণ

প্রবাসীদের জন্য বিবিধ সেবা দিতে উদ্বোধন করা হয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বিশেষ প্রবাসী সেবা বুথ।

রবিবার (১৮ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের এ বিশেষ সেবা বুথ উদ্বোধন করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম উদ্দিন।

জানা গেছে, আকামা নবায়ন করতে না পারাসহ বিবিধ কারণে জেল খেটে শূন্য হাতে অনেক প্রবাসী দেশে ফিরে আসেন। এই বুথে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইন্সট্যান্ট খাবার, এয়ারপোর্ট থেকে রেল স্টেশন বা বাস স্টেশনে যেতে পরিবহন সুবিধা, প্রয়োজনে ফাউন্ডেশনের মুসাফির খানায় রাত্রীযাপন, হ্যালো হসপিটালের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা সবই পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া ফাউন্ডেশনের প্রবাসী সেবা বুথের সেবা পেতে ০১৮৪১০৪০৫৪৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট এপিবিএনের এডিশনাল এসপি মাহমুদুল হাসান মামুনসহ, এয়ারপোর্ট সিকিউরিটি, সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলগণ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট