সৌদি আরবের জেদ্দায় যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ তালুকদার শাহ আমানত বিমানবন্দরে আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশ।
এ বিষয়ে বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশের এস এস মো. আবদুল আউয়াল জানান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ তালুকদার বিমানবন্দরে অবস্থান করছিলেন। এ সময় চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশের এসআই ইসতিয়াক তাকে দেখে চিনে ফেলেন। পরে তাকে আটক করা হয়।
পূর্বকোণ/আরআর/এএইচ