চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে অটোরিক্সায় ফেলে যাওয়া ব্যাগভ‌র্তি টাকা উদ্ধার করল পু‌লিশ

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৪ | ৭:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামে সিএন‌জি‌চালিত অটোরিক্সায় ভুলে ফেলে যাওয়া একব্যক্তির ব্যাগভর্তি টাকা উদ্ধার করেছে পুলিশ। পরে এসব টাকা মো. জিয়াউল হক নামে ওই ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার কর্মস্থল থেকে‌ অটোরিক্সাযোগে বায়েজিদের চন্দ্রনগর বাসায় ফেরার পথে ভুলবশত টাকাগুলো গাড়িতে ফেলে চলে যান জিয়াউল হক। পরে বিয়ষ‌টি বায়েজিদ থানা পু‌লিশকে জানানো হলে পু‌লিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব টাকা উদ্ধার করে।

বা‌য়ে‌জিদ বোস্তা‌মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, টাকা ফেলে চলে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হলে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাগভর্তি টাকাগুলো উদ্ধার করি। পরে এসব টাকা মালিকের কাছে হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট