চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে সেনাক্যাম্পে যোগাযোগের পরিবর্তিত মুঠোফোন নম্বর

অনলাইন ডেস্ক

১২ আগস্ট, ২০২৪ | ৭:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা ও নগরের সেনাক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচার করা মুঠোফোন নম্বরে পরিবর্তন আনা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

 

চট্টগ্রাম জেলার মধ্যে হাটহাজারী ও রাউজানে যোগাযোগ করা যাবে ০১৭৬৯-২৪৩৪১২ নম্বরে। এ ছাড়া রাঙ্গুনিয়ায় ০১৭৬৯-২৬৩৬৫৮, মিরসরাই ও সীতাকুণ্ডে ০১৭৬৯-২৪২১৫০, আনোয়ারায় ০১৭৬৯-২৪২৮৩০ ও ০১৭৬৯-২৪৪২১৪, কর্ণফুলীতে ০১৭৬৯-২৪৩২৫৮ ও ০১৭৬৯-২৪৪২১৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

 

অন্যদিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চাঁদগাঁও ও আকবরশাহ এলাকার জন্য ০১৭৬৯-২৪৫২৪৩ নম্বর; ইপিজেড, খুলশী, পাহাড়তলী, হালিশহর, বন্দর ও পতেঙ্গার জন্য ০১৭৬৯-২৫৩৬০৪, ০১৭৬৯-২৪২১৫৬, ০১৭৬৯-২৫৩৬৪৯ ও ০১৭৬৯-২৪২১৭৩ নম্বর; কোতোয়ালি, নিউমার্কেট ও ডবলমুরিং এলাকার জন্য ০১৭৬৯-২৪২৬১৫, ০১৭৬৯-২৪২৬১৭, ও ০১৭৬৯-২৪২৬১৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

 

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট