বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে পতন হয়েছে হাসিনা সরকারের। সরকার পতনের পর সাবেক এই প্রধানমন্ত্রী ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে সব প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে সেসব ভেঙে ফেলা হচ্ছে।
এর প্রভাব পড়েছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের নামেও। বুধবার (৭ আগস্ট) সকালে টানেলের নিরাপত্তার স্বার্থে টানেলের গেটসহ বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধু নামটি মুছে ফেলছেন টানেল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত বলেন, নাম পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে টানেলের নিরাপত্তার স্বার্থে নাম মুছে ফেলা হচ্ছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ