চট্টগ্রাম গতকাল বুধবার থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে করে নগরীর বিভিন্ন এলাকা পানির নিচে ডুবে আছে। ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া লোকজন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪৯.৬ মিলিমিটার। পতেঙ্গা আবহাওয়া অফিস এ বৃষ্টি রেকর্ড করেছে। সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১১২ মিলিমিটার।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আলী আকবর জানান,মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত আগামী ২৪ ঘণ্টা থাকতে পারে। পরদিন থেকে কিছুটা কমার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় জোয়ার শুরু হয়েছে। ভাটা শুরু হয় ১০টা ৫১ মিনিটে। আবার জোয়ার আসবে বিকেল ৫টা ৪১ মিনিটে।
এদিকে বৃষ্টিতে নগরীর জিইসি মোড়, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, কাপাসগোলা, শুলকবহর, আগ্রাবাদ, হালিশহরসহ বেশ কিছু নিচু এলাকার সড়ক, বাসা-বাড়ি, দোকানপাটে পানি উঠে গেছে। অনেক বড় সড়কে স্বাভাবিক গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কিছু গাড়ি আটকে পড়ে পানিতে। দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
বেসরকারি চাকরিজীবী বিপ্লব কুমার শীল বলেন, বহদ্দারহাট এলাকায় পানি উঠায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এ রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা হলেও আজকে অটো টেম্পুগুলো যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করছে। আর বাসগুলো ১০ টাকার ভাড়া ২০ টাকাও আদায় করছে।
পূর্বকোণ/পিআর