চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কোটা সংস্কার আন্দোলন: চট্টগ্রামে ৩১ মামলায় গ্রেপ্তার ৯২০

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৪ | ২:১৬ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ, নিহতের ঘটনায় চট্টগ্রাম ৩১ মামলায় গতকাল রবিবার (২৮ জুলাই) আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জেলায় গ্রেপ্তার হয়েছে ৭ এবং নগরীতে ১৬ জন। এ নিয়ে চট্টগ্রামে গত ১৩ দিনে গ্রেপ্তার আসামির সংখ্যা ৯২০ জন। তবে নতুন করে আর কোন মামলা হয়নি।

 

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ এখন পর্যন্ত নগরীতে কোটা আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ঘটনায় ২০টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ মোট ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন পূর্বকোণকে বলেন, ‘চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৭ জনসহ মোট ৩৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট