চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, হত্যা ও নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, নাশকতার ১৮ মামলায় এ পর্যন্ত চট্টগ্রাম নগরে মোট ৪৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে হালিশহর থানায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় ৩৭ জন এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়। ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং থানায় দায়েরকৃত নতুন মামলায় এজাহারনামীয় ৩১ জন ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে সিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, হত্যা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেছে।
পূর্বকোণ/এএইচ