চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ফাইল ছবি

বহদ্দারহাটে রণক্ষেত্র, দফায় দফায় সংঘর্ষ

অনলাইন ডেস্ক

১৮ জুলাই, ২০২৪ | ৭:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। দুপুর ১টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে এখনো চলছে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টায় বহদ্দারহাট মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিলে এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে সকাল ১১টা থেকে শাহ আমানত ব্রিজ এলাকায় প্রথমে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে। জবাবে শিক্ষার্থীরাও ইট ছুড়ে মারেন। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে জবাব দেয়। আন্দোলনকারীরা তখন ছত্রভঙ্গ হয়ে সেতু সংলগ্ন চাকতাই বাকলিয়ার আশেপাশে বিভিন্ন গলিতে অবস্থান নেয়। এরপর তারা বহদ্দারহাট এলাকায় অবস্থান নেয়।

বহদ্দারহাটে দুপুরে কোটা আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা ওসি কাজী তারেক আজিজ বলেন ,পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের পর বহদ্দারহাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট