চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৪ | ১২:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ‍জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম শাহআমানত সেতু এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন কোটা আন্দোলনকারীরা। এরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন।

 

সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরে যাওয়ার অনুরোধ জানায়। এরপরও তারা না সরলে পরে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। জবাবে শিক্ষার্থীরাও ইট ছুড়ে মারেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় ঈগল পরিবহনের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

 

একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে জবাব দেয়। আন্দোলনকারীরা তখন ছত্রভঙ্গ হয়ে সেতু সংলগ্ন চাকতাই বাকলিয়ার আশেপাশে বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান পূর্বকোণকে বলেন, আমরা কোন শিক্ষার্থীদের দেখতে পায়নি। কিছু দুষ্কৃতকারী আন্দোলনের নামে রাস্তা বন্ধ করেছিল। পরে পুলিশের ওপর ইট ছুঁড়ে মারে। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট