চট্টগ্রামে সড়কে যানজটের মধ্যে আটকে পড়া একের পর এক গাড়ির চালক ও সহকারীদের প্রকাশ্যে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে টাকাপয়সা কেড়ে নিচ্ছিল এক যুবক। টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে দুজনকে আহত করা হয়, যারা পরে মারা যান। এ সময় ওই এলাকা অতিক্রম করছিল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) টহলদলের একটি গাড়ি। ছোরা উঁচিয়ে ভয় দেখানো যুবককে দেখে তাকে ধরে ফেলেন ডিবি সদস্যরা।
গ্রেপ্তার মো. আরিফ (২২) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান।
নিহতরা হলেন, নেজাম উদ্দিন মানিক (৪০) ও ভুলু বড়ুয়া। এদের মধ্যে নেজাম ‘দ্রুতযান’ বাসের চালক। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। ভুলু বড়ুয়া ট্রাকচালক। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
পূর্বকোণ/আরআর/পারভেজ