চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

কোটা আন্দোলনে সংঘর্ষ, চট্টগ্রামে ৪ মামলায় আসামি কয়েক হাজার

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৪ | ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ও বুধবার (১৭ জুলাই) এসব মামলা দায়ের হয়। এতে আসামি করা হয়েছে কয়েক হাজার ব্যক্তিকে। আরও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

 

এ বিষয়ে বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বলেন, এ পর্যন্ত পাঁচলাইশ থানায় তিনটি এবং খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা কয়েক হাজারকে আসামি করা হয়েছে। আরও কয়েকটি মামলা হবে।

 

গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, যেহেতু আসামিদের বেশিরভাগই অজ্ঞাত। তাই সহিংসতায় জড়িতদের আমরা ভিডিও ফুটেজ ও সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছি। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান আছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট