চট্টগ্রাম নগরীর কাস্টমস মোড় এলাকায় বিভিন্ন অভিযোগে ১২টি যানবাহনকে ৪১ হাজার ২ শ টাকা জরিমানা করেছে বিআরটিএ। মঙ্গলবার (১৬ জুলাই) বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, নগরীর কাস্টমস মোড় এলাকায় পরিচালিত অভিযানে ১২টি মামলায় ৪১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লাইসেন্স না থাকায় ৩টি মামলা ও ৯ হাজার টাকা এবং ফিটনেস না থাকা ও বিভিন্ন সড়ক পরিবহন আইন না মানার কারণে ৫টি মামলা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১টি গাড়িকে ডাম্পিং করা হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিচালিত অভিযানে ৯টি মামলা ও ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লাইসেন্স না থাকায় ৩টি মামলায় ৯ হাজার টাকা এবং ফিটনেস না থাকা ও বিভিন্ন সড়ক পরিবহন আইন না মানার কারণে ৯টি মামলা ও ৩৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১টি ট্রাককে ডাম্পিং করা হয়।
পূর্বকোণ/পিআর/পারভেজ