গতকাল সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টা ১৬ মিনিটে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আকরাম তার ফেসবুক আইডিতে ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন। আমি এই পরিচয়ে শহিদ হব’।
মঙ্গলবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরীতে কোটাবিরোধী আন্দোলনে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ছাত্রদল নেতা।
নিহত ওয়াসিম চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ার মেহেরনামায়। তাঁর বাবার নাম সবুর আলম। বর্তমানে তিনি বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টা থেকে নগরীর মুরাদপুর, ২ নম্বর গেট এবং ষোলশহরসহ আশেপাশের এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ শুরু হয়। এর আগে দুপুর থেকে বিভিন্ন মোড়ে অবস্থান নেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। দফায় দফায় চলা সংঘর্ষে তিনজন নিহত হন। অন্যজন হলেন ফারুক নামের ফার্নিচার দোকানের কর্মচারী। তিনি কুমিল্লার বাসিন্দা। এছাড়া বিকালে এমসি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত মারা গেছেন বলে চমেক সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ পূর্বকোণ অনলাইনকে জানান, এখন পর্যন্ত ওয়াসিম, ফারুক ও ফয়সাল নামের তিনজন মারা গেছে। তাদের লাশ চমেক হাসপাতালের মর্গে আছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ