চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কোটাবিরোধী আন্দোলন : ষোলশহরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২৪ | ৯:২২ অপরাহ্ণ

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক, পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার পর নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকায় এ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

 

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা ষোলশহর রেলস্টেশন ও মোড়ে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকায় অবস্থান নেন। এরপর বিকেল ৫টায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে দুই নম্বর গেট থেকে ষোলশহরের দিকে আসেন। এরপর সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকবার বিকট শব্দ শোনা গেছে।

 

এ সময় আন্দোলনকারীরা রেললাইন থেকে পাথর নিয়ে নিক্ষেপ করতে থাকেন। তখন তাদের হাতে বাঁশ, লাঠিও দেখা যায়। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতেও পাথর, বাঁশ, লাঠি দেখা যায়। এতে দীপ্ত টিভির চট্টগ্রাম কার্যালয়ের এক করেসপন্ডেন্ট ও পুলিশের এক সদস্যও রক্তাক্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট