চট্টগ্রামের আকবরশাহ্ থানাধীন সেভেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ। গতকাল শুক্রবার (১২ জুলাই) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন – মো. ইসমাইল (২১) ও মো. ইসমাইল রাহি (২৮)। এদের মধ্যে মো. ইসমাইল আকবরশাহ্ থানা এলাকার অস্থায়ী এবং ইসমাইল রাহি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
ওসি মো. কায়সার হামিদ বলেন, মো. ইসমাইল একজন পেশাগত চোর। গত ২৫ জুন সে পিসি রোডের সবুজবাগ রেইনবো কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে রাখা কাভার্ডভ্যান থেকে পাঁচটি ল্যাপটপ চুরি করে। পরে সেগুলো কম্পিউটার টেকনোলজি নামে দোকানের মালিক মো. ইসমাইল রাহির কাছে বিক্রি করে। এই ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করেন ল্যাপটপের মালিক।
তিনি বলেন, ক্লুলেস এই চুরি মামলায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে সেভেন মার্কেট থেকে মো. ইসমাইলকে গ্রেপ্তার করি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই মার্কেটের কম্পিউটার টেকনোলজি নামক দোকান থেকে চোরাই ল্যাপটপসহ ইসমাইল রাহিকে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ