চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চমেক হাসপাতাল থেকে ৩ দালাল ধরা

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৪ | ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন দালানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটের দিকে ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- বহদ্দারহাট খাজা রোড এলাকার মাহবুবুল আলমের ছেলে শাহাদাত হোসেন, রাউজান নোয়াপাড়ার পথেরহাট অর্চ্যপাড়া এলাকার গৌরাঙ্গ সিংহের ছেলে সুজন সিংহ (২৮) ও চকবাজার ডিসি রোডের কালাম কলোনির আবু তালেবের ছেলে গোলাম কিবরিয়া (২৬)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক। তিনি জানান, গ্রেপ্তার শাহাদাত বর্তমানে ফ্যামিলি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। সুজন সিংহ ও গোলাম কিবরিয়া বর্তমানে ইউনি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। তারা তিনজনই হাসপাতালের ভর্তি রোগীদেরকে ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে নিয়ে রোগী হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/ এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট