চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চাক্তাইয়ের বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিকে অর্ধলক্ষ টাকা জরিমানা, জব্দ ৫৬৪ কেজি পলিথিন

অনলাইন ডেস্ক

৯ জুলাই, ২০২৪ | ৯:২৯ অপরাহ্ণ

চাক্তাইয়ের বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রির মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানটি থেকে  ৫৬৪ কেজি পলিথিন জব্দ করা হয়। মঙ্গলবার (৯ জুলাই) নগরীর চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।

 

তিনি জানান, অভিযানে ‘বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিকে ৫৫ মাইক্রনের চেয়ে কম পুরুত্বের পলিথিন উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানাটিতে উৎপাদিত ৩২-৪৫ মাইক্রন পুরুত্বের বিভিন্ন রকমের প্রায় ৫৬৪ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় কারখানাটির পাশের একটি গোডাউনের সন্ধান পেলে সেখানে গিয়ে প্রায় ২ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া যায়। এসব পলিথিন রাখার দায়ে  গোডাউনের মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এই অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ও বাকলিয়া থানা পুলিশের একটি দল।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট