চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

টিসিবির জুলাই মাসের পণ্য বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

৮ জুলাই, ২০২৪ | ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরসহ সারাদেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার। গতকাল রবিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

 

টিসিবি জানায়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল ও চাল) বিক্রির কার্যক্রম চলমান। চলতি বছরের জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম ৮ জুলাই থেকে সারাদেশে শুরু হবে। দোকান বা নির্ধারিত জায়গায় সিটি কর্পোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন ডিলাররা। ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।

 

এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৬০ টাকা ও প্রতি কেজি চালের দাম পড়বে ৩০ টাকা।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট