কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় গত শুক্রবার (৫ জুলাই) যৌতুকের টাকার জন্য গলা টিপে গৃহবধূ নাসিমা বেগমকে হত্যা ঘটনায় স্বামী মো. সোলাইমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ররিবার (৭ জুলাই) দুপুরে পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন।
তিনি জানান, গৃহবধূ স্ট্রোক করে মারা গেছে মনে করে বিছানা থেকে নামিয়ে মরদেহ দাফনের ব্যবস্থা করার সময় গলায় কালো দাগ এবং জিহ্বা বের করা দাঁতে কামড় দেওয়া অবস্থায় থাকায় ৯৯৯-এ কল দেয় এলাকার লোকজন। পরে কর্ণফুলী থানা পুলিশ তখনই ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ লাশ ময়নাতদন্তের নিমিত্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হত্যা প্রমাণিত হওয়ায় মৃত নাসিমার ২য় স্বামী আসামি মো. সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এক লাখ টাকা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় নাসিমা বেগমকে মারধর করে গলায় দুই হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে স্বীকার করে।
পূর্বকোণ/আরআর/পারভেজ