চট্টগ্রাম শনিবার, ০৬ জুলাই, ২০২৪

চান্দগাঁও থানা হাজতে আসামির আত্মহত্যার ঘটনায় ৩ সদস্যের কমিটি

অনলাইন

৩ জুলাই, ২০২৪ | ১০:০৪ অপরাহ্ণ

নগরের চান্দগাঁও থানার হাজতখানায় মো. জুয়েল (২৬) নামে এক আসামির মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (৩ জুলাই) রাতে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ  এই তথ্য  জানিয়েছেন।

 

তদন্ত কমিটির ৩ সদস্য হলেন, সিএমপির উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর, পাচঁলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফ হোসেন ও পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
উল্লেখ্য, কোতোয়ালী থানায় গত ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় আদালতের পরোয়ানামূলে চান্দগাঁও থানা পুলিশ মঙ্গলবার (২ জুলাই) রাতে জুয়েলকে বাসা থেকে গ্রেপ্তার করে। নিয়ম অনুযায়ী, রাতে তাকে থানা হাজতে রাখা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু বুধবার ভোর ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ২৭ মিনিটের মধ্যে তাকে ভেন্টিলেটরের সঙ্গে শার্ট বেঁধে ঝুলে পড়তে দেখা যায় সিসি ক্যামেরায়।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট