চট্টগ্রাম শনিবার, ০৬ জুলাই, ২০২৪

পাহাড়তলীতে ডিমের মূল্য বৃদ্ধি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই, ২০২৪ | ৬:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে মোবাইলের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে ডিমের অসামঞ্জস্যপূর্ণ মূল্য বৃদ্ধির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বুধবার (৩ জুলাই) নগরীর পাহাড়তলী থানাধীন রেলওয়ে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

 

তিনি জানান, ক্রয়মূল্যবিহীন ভাউচারে ডিম ক্রয় ও মোবাইলের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে ডিমের অসামঞ্জস্যপূর্ণ মূল্য বৃদ্ধিতে সহযোগিতার জন্য আল আমিন স্টোরকে ২০ হাজার টাকা ও রহমানিয়া দরবার শরীফ নামে ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট