চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুলাই, ২০২৪

সর্বশেষ:

নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রি, চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

২ জুলাই, ২০২৪ | ৫:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রির করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুলাই) নগরীর চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন।

তিনি জানান, চকবাজারে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট, পাউরুটি বিক্রি করায় সুইট বাংলা নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের উৎপাদন এবং বিক্রয় করায় মেসার্স চিটাগাং ফুডস নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুল।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট