চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুলাই, ২০২৪

সর্বশেষ:

একদিনেই শিশুসহ হাসপাতালে ভর্তি ৯

চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু!

নিজস্ব প্রতিবেদক

২ জুলাই, ২০২৪ | ১০:৫৪ পূর্বাহ্ণ

বছরের মাঝামাঝি সময়ে এসে চট্টগ্রামে নতুন ‘আপদ’ দেখা দিয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু। এতদিন দিনে এক কিংবা দুই জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেলেও হঠাৎ করেই যেন চোখ রাঙাতে শুরু করেছে মশাবাহিত এ রোগটি। শুধুমাত্র গেল একদিনেই নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে নয়জন। যা চলতি বছরে একদিনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যায় রেকর্ড। তাও আবার আক্রান্তরা সকলেই একই উপজেলার বাসিন্দা। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

 

জানা গেছে, আক্রান্ত হয়ে নয়জনই লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। বাকিদের মধ্যে এক কিশোরসহ সাতজন পুরুষ ও একজন নারী রয়েছেন। শনাক্ত হওয়া এ নয়জন নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে ২০৭ জন। যাদেরমধ্যে ১০০ জন উপজেলার বাকি ১০৭ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া জানান, নতুন করে শনাক্ত হওয়া নয়জনের মধ্যে তিনজন উপজেলা হাসপাতালে বাকি ছয়জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সবাই লোহাগাড়া উপজেলার বাসিন্দা। এ উপজেলায় এখন পর্যন্ত ১৭ জন শনাক্ত হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে ১০৮ জন পুরুষ, ৫১ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে। বর্ষা মৌসুম হওয়ায় সামনের দিনগুলোতে রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

 

এদিকে, হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য বিভাগ। যদিও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন। অন্যদিকে, বর্ষা মৌসুম হওয়ায় সামনের দিনগুলোতে রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট