চট্টগ্রাম মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেনে ১১ দিনে ১৬ হাজার যাত্রী ভ্রমণ

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

৩০ জুন, ২০২৪ | ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী স্পেশাল ট্রেনে গত ১১ দিনে ১৬ হাজার যাত্রী ভ্রমণ করেছে। এতে রেলওয়ের ২৯ লাখ ৩৫ হাজার ৮৮০ টাকা রাজস্ব আয় হয়েছে। যাত্রী চাহিদার কারণে রেলওয়ে কর্তৃপক্ষ স্পেশাল ট্রেনটি আরও এক মাস বাড়িয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ২৪ জুন বন্ধ হওয়ার কথা থাকা ছিল ট্রেনটি।

 

চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল সাতটায় ছেড়ে যায়। কক্সবাজারে পৌঁছায় সকাল ১০টা ২০ মিনিটে। আবার কক্সবাজার থেকে ছাড়ে সন্ধ্যা সাতটায়। চট্টগ্রামে পৌঁছায় ১০টায়। যাত্রাপথে ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামে। বিশেষ এই ট্রেনে শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণি আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট