চট্টগ্রাম সোমবার, ০১ জুলাই, ২০২৪

রিয়াজুদ্দিন বাজারে আগুনে হতাহতদের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

অনলাইন ডেস্ক

২৮ জুন, ২০২৪ | ৯:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজায় আগুনের ঘটনায় হতাহতদের স্বজনদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনায় ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন তিন জন। আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রিয়াজুদ্দিন বাজারের এই দুই মার্কেটে আগুন লাগে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আগুনে একটি দোকান সম্পূর্ণ এবং দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট