চট্টগ্রাম সোমবার, ০১ জুলাই, ২০২৪

সর্বশেষ:

পতেঙ্গায় ঝিলের পাড়ে মিলল দুটি কাটা রাইফেল

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৪ | ৪:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ঝিলের পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

শুক্রবার (২৮ জুন) দুপুরে দক্ষিণ পতেঙ্গার ফুলছড়িপাড়ায় একটি ঝিলের পাড়ে এ দুটি অস্ত্র পাওয়া যায়।

 

বিষয়টি নিশ্চত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম। তিনি পূর্বকোণকে বলেন, দুপুরে খবর পেয়ে ঝিলের পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করেছি। অস্ত্রগুলো কে বা কারা সেখানে রেখেছে সেটি এখনো জানা যায় নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট