চট্টগ্রাম রবিবার, ৩০ জুন, ২০২৪

সর্বশেষ:

ম্যাসাজ পার্লারে ধরা পড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

২৭ জুন, ২০২৪ | ১১:৩২ অপরাহ্ণ

ম্যাসাজ পার্লার থেকে পুলিশের অভিযানে ধরা পড়া ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল কাইয়ম সৌরভকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড শাখার সভাপতি শেখ মনছুর আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর মেহেদিবাগ এলাকার একটি ম্যাসাজ পার্লার থেকে আটক হন আবদুল কাইয়ম সৌরভসহ ৯ জন নারী ও ৯ জন পুরুষ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে গ্রেপ্তার ১৮ জনকে আদালতে সোপর্দ করে চকবাজার থানা পুলিশ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নির্দেশনায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম সৌরভকে অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। পরবর্তীতে দোষী সাব্যস্ত প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট