চট্টগ্রাম রবিবার, ৩০ জুন, ২০২৪

সর্বশেষ:

অধিক লাভে ডিম বিক্রি, পাহাড়তলীর ৩ প্রতিষ্ঠান গুনল জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৪ | ৪:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে অধিক লাভে ডিম বিক্রি ও পূর্বের মূল্য কেটে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ জুন) নগরীর পাহাড়তলী ও দেওয়ানহাট মোড়ে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

 

জানা যায়, পাহাড়তলী ডিটি রোডে অধিক লাভে পাইকারিতে ডিম বিক্রি করায় জান্নাত পোল্ট্রি নামে এক ডিমের ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে বাজারের আনিকা ইন্টারপ্রাইজ নামক পাইকারি ও খুচরা বিক্রির দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া দেওয়ানহাট মোড়ে পূর্বের মূল্য কেটে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের জন্য নিহা ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট