চট্টগ্রাম রবিবার, ৩০ জুন, ২০২৪

সর্বশেষ:

চসিকের বাজেট ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৪ | ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে আজ (বৃহস্পতিবার)। আজ সকাল ১১ টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউটে মেয়র রেজাউল করিম চৌধুরী এ বাজেট ঘোষণা করবেন। এটি মেয়র রেজাউল করিমের চতুর্থ বাজেট। নতুন অর্থবছরের জন্য প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সংস্থাটি।

 

চসিকের একাউন্টস্ শাখা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ জুন রেজাউল করিম মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করেন। ওই অর্থবছরের (২০২১-২০২২) জন্য বাজেট ঘোষণা করেছিলেন ২ হাজার ৪৬৩ কোটি ৯৬ লাখ টাকা। সে অর্থবছরে ১ হাজার ২০২ কোটি ৫৭ লাখ টাকা বাস্তবায়িত হয়েছিলো। যা মোট বাজেটের ৪৮ দশমিক ৮০ শতাংশ। পরের বছর ২০২২-২৩ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয় ২ হাজার ১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা। সে বাজেটের বাস্তবায়িত হয়েছে ১ হাজার ১৭৬ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের ৫৪ দশমিক ৪২ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করে চসিক। যা আগের অর্থবছরের তুলনায় ২৭৪ কোটি ১ লাখ টাকা কম। সেবার প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকার বাজেট বাস্তবায়ন করেছে সংস্থাটি।

 

জানা যায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩ লক্ষ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। ওই বছরের ১১ ফেব্রুয়ারি শপথ নেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন ১৫ ফেব্রুয়ারি। দায়িত্ব গ্রহণের পর আজ চতুর্থ বাজেট ঘোষণা করবেন তিনি।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট