চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

অনুমোদনহীন ওষুধ বিক্রি, চট্টগ্রামে ২ ফার্মেসিকে জরিমানা

অনলাইন ডেস্ক

২০ জুন, ২০২৪ | ৯:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেট এলাকায় অভিযান চালিয়ে এসব ফার্মেসিকে জরিমানা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।

তিনি জানান, অভিযানে শাহানো মেডিকো থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ও ইমন মেডিকেল হল থেকে ৩০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর ও পাঁচলাইশ থানা পুলিশ।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট