চট্টগ্রাম বুধবার, ২৬ জুন, ২০২৪

সর্বশেষ:

বর্জ্য অপসারণে কাজ করছে ৪১ ওয়ার্ডে চসিকের ৩২২টি গাড়ি

অনলাইন ডেস্ক

১৭ জুন, ২০২৪ | ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কোরবানির ঈদের ৯০ শতাংশ বর্জ্য বিকাল চারটার মধ্যে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র  মো. রেজাউল করিম চৌধুরী৷তিনি জানান, নগরীর ৪১ টি ওয়ার্ডকে ৭টি জোনে ভাগ করে ৪ হাজার কর্মী মোট ৩২২টি গাড়ি নিয়ে বর্জ্য অপসারণে কাজ করছে। ৭টি জোনে ৭টি পানির ভাউজার থাকছে রক্ত পরিস্কার করার জন্য। বিকাল পাঁচটার মধ্যে নগরীর সমস্ত কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে তারা কাজ করছে। সোমবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানিয়েছেন। 
তিনি বলেন, নাগরিকদের কোরবানির বর্জ্য সংক্রান্ত অভিযোগ গ্রহণে দামপাড়ায় কন্ট্রোল রুমও চালু আছে৷
এসময় মেয়রের সাথে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চসিক বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, কাজী নুরুল আমিন, আবদুল মান্নান, জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, আকবর আলী, নির্বাহী প্রকৌশলী তৌহিদুল হাসান, মশক নিধন কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন রিফাত, অনিক দাশগুপ্তসহ চসিকের কর্মকর্তাবৃন্দ।
পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট