চট্টগ্রাম রবিবার, ২৩ জুন, ২০২৪

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিতে মালিককে খুঁজছেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৪ | ১১:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের কুয়াইশ বুড়িশ্বর গরুর হাটে কোরবানির পশু কিনতে যান ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুব। ঘুরে ঘুরে গরু দেখছিলেন তিনি। এ সময় গরুর গাইনের নিচে তিনি প্রায় লাখ টাকা কুড়িয়ে পান। এখন কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে প্রকৃত মালিককে খুঁজছেন তিনি।

 

মোহাম্মদ ইয়াকুব নগরীর টেরিবাজারের ল্যান্ডমার্ক টেইলার্সের স্বত্বাধিকারী। তিনি নগরীর চকবাজার এলাকার বাসিন্দা। মালিকের সন্ধান চেয়ে শনিবার সন্ধ্যার দিকে কয়েকটি ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দিয়েছেন।

 

মোহাম্মদ ইয়াকুব পূর্বকোণকে বলেন, গত শুক্রবার কুয়াইশ এলাকার গরুর বাজারে কোরবানির পশু কিনতে গিয়েছিলাম। হাঁটার সময় গরুর গাইনের নিচে দুটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখি। টাকাগুলো নিয়ে আশেপাশে অনেককে জিজ্ঞেস করেছি। কিন্তু সবাই হারায়নি বলে জানান। তিনি উপযুক্ত প্রমাণ সহকারে প্রকৃত মালিককে যোগাযোগ করতে অনুরোধ করেন। যোগাযোগ: 01819-621023 (মো. ইয়াকুব)

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট