চট্টগ্রাম সোমবার, ২৪ জুন, ২০২৪

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৪ জুন, ২০২৪ | ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহায় পরিত্যক্ত ঘর থেকে আনসার আল ইসলামের’ দুইজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয় একাধিক জিহাদি বই । শুক্রবার (১৪ জুন) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পতেঙ্গার র‌্যাব-৭ এর অধিনায়ক  লে. কর্ণেল মো. মাহবুব আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আসাদুজ্জামান আসিফ (২২) ও মোহাম্মদ আহাদ (২১)। 

লে. কর্ণেল মো. মাহবুব আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা উক্ত জঙ্গীবাদের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তারা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন উগ্রবাদী নেতাদের উস্কানিমূলক বক্তব্য শুনে-দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে এসব সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা ‘আনসার আল ইসলাম’ এর মতাদর্শে পরিচালিত নতুন জঙ্গি সংগঠন ‘শাহাদাত’ গ্রুপের নামে সদস্য সংগ্রহ ও কার্যক্রম পরিচালনা করছিল।অভিযানে ঘটনাস্থল থেকে ৫ থেকে ৬ জন পালিয়ে গেছে বলে জানিয়েছেন এই  র‌্যাব কর্মকর্তা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট