চট্টগ্রাম সোমবার, ২৪ জুন, ২০২৪

চট্টগ্রামে গুদাম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৪ | ৪:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হালিশহরে একটি গুদাম থেকে আবু মোতালেব নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে বসুন্ধরা আবাসিকের ৩ নম্বর সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবু মোতালেবের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, আজ বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গুদাম থেকে একটি লাশ উদ্ধার করি। গুদামটি তালাবদ্ধ ছিল। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট