চট্টগ্রাম সোমবার, ২৪ জুন, ২০২৪

চবিতে ছিনতাইকারীদের দায়ের কোপে মিলিটারি একাডেমির শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরতে এসে ছিনতাইকারীদের রামদার কোপে আহত হয়েছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ জুন) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর নাম শেখ সাজিদ আল আহমেদ। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির চূড়ান্ত টার্মের ছাত্র বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট