চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

হাবিব গ্রুপকে ৩৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

অনলাইন ডেস্ক

১১ জুন, ২০২৪ | ৯:৪০ অপরাহ্ণ

দুই ব্যাংকের দায়ের করা অর্থঋণের ৪ মামলায় চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান হাবিব গ্রুপকে আগামী ৬০ দিনের মধ্যে ৩৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, খেলাপি ঋণ আদায়ের দাবিতে ওয়ান ব্যাংকের আগ্রাবাদ শাখা হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেড, সিয়ামস সুপিরিয়র লিমিটেড এবং লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের বিরুদ্ধে অর্থঋণ আদালতে ৩টি মামলা দায়ের করে।

 

এছাড়া হাবিব গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান হাবিব স্টিলস লিমিটেডের বিরুদ্ধে ১৩৮ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে মামলা দায়ের করে ঢাকা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা। চারটি মামলায় আদালত হাবিব গ্রুপের চেয়ারম্যান এয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী, পরিচালক আমিনা মাহবুব, আঞ্জুমান আরা বেগম, সালমা সুলতানা, তানভীর হাবিব, সালমান হাবিব ও মাশরুফ হাবিবের বিরুদ্ধে ৩৫০ কোটি টাকার ডিক্রি প্রচার করে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট