চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

খাতুনগঞ্জে সাত প্রতিষ্ঠানকে সাড়ে ৩৬ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

১০ জুন, ২০২৪ | ১১:৩২ অপরাহ্ণ

মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ জুন) বিকেলে খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে এই অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।  

 

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। সহযোগিতা করেন কোতোয়ালী থানা পুলিশ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, আসন্ন পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী । জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে নগরীর খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নানা অপরাধে মেসার্স বশর মোল্লা কোম্পানি নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, মেসার্স এমআই ট্রেডিংকে ৪ হাজার টাকা, মেসার্স মরিয়ম ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ইউনিক ট্রেডিংকে ৪ হাজার টাকা, নুরুল হক ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মেসার্স মদিনা ট্রেডিংকে ৩ হাজার টাকা ও মেসার্স এমকে ট্রেডিংকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট