চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

বাজারের পণ্য কিনে নিজেদের মোড়কে বিক্রি, বিএফসি ফুডকে জরিমানা

অনলাইন ডেস্ক

১০ জুন, ২০২৪ | ১০:৫৬ অপরাহ্ণ

বিভিন্ন পণ্য বাজার থেকে কিনে নিজেদের নামে মোড়কে ভরে বিক্রি করলেও বিএফসি ফুড প্রোডাক্টসের কোনো পণ্যেরই বিএসটিআইর অনুমোদন নেই। কিন্তু মোড়কে লেখা ‘বিএসটিআই অনুমোদিত’। তাদের মোড়কজাত ‘আয়োডিনযুক্ত’ লবণে আয়োডিনের অস্তিত্ব মেলেনি  বিসিকের পরীক্ষায় ।

 

সোমবার (১০ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অভিযানে বিষয়টি ধরা পড়লে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় । অভিযানে ইন্ডাস্ট্রিয়াল লবণগুলো বিসিকের মাধ্যমে জব্দ করা হয়েছে। পরে প্রতিষ্ঠানটির পণ্য বিএসটিআই অনুমোদন নিয়ে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়। 

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ,সহকারী পরিচালক রানা দেবনাথ । এছাড়াও আজকের অভিযানে বিসিকের বিভিন্ন কর্মকর্তাও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট