চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৬ জুন, ২০২৪ | ৩:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইদ্রিস মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস মিয়া ময়মনসিংহের নান্দাইল থানাধীন উলোহাটি এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। তিনি পতেঙ্গার নারিকেল তলা এলাকায় শাহাবুদ্দিনের বাসায় ভাড়ায় থাকতেন।

 

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহিদুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট