চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

খাতুনগঞ্জ বাজারে অভিযান : তিন প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২৪ | ৭:৪৪ অপরাহ্ণ

খাতুনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা  প্রদর্শন না করাসহ নানা অভিযোগে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ( ৫ জুন) জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ এই অভিযানে নেতৃত্ব দেন।

 

তিনি জানান, এবি ট্রেডার্সের আমদানি ও বিক্রির নথিপত্র দেখে জানতে পারি প্রতিষ্ঠানটি এলাচ আনতে খরচ ১২০ টাকা ডলারের মূল্য ১ হাজার ৪৪৪ টাকা হয়। প্রথমে তারা ১ হাজার ৮৫০ টাকায় প্রতিকেজি এলাচ বিক্রি করলেও তা বাড়িয়ে ৪ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি করেছে । প্রতিষ্ঠানটি ঈদুল আজহার চাহিদাকে পূঁজি করে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, অভিযানে সুলতান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, আল আমানত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, এবি টেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট