চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ডবলমুরিংয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক

৩ জুন, ২০২৪ | ১১:৫৪ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আজিম নামের এক যুবক নিহত হয়েছেন।

 

সোমবার (৩ জুন) রাত ১০ টার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।

 

নিহত জাবেদ ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকার মো. খলিলের ছেলে। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী জানান,  আগ্রাবাদ চৌমুহনী এলাকার জাবেদ টাওয়ারের পাশে ১০-২০ জন লোক এসে ভিকটিমকে ছুরি দিয়ে আঘাত করলে ভিকটিম আহত হন। উপস্থিত লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে মারা হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট