চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

তিন বছরের মহানগর কমিটির দুবছর মেয়াদ শেষ

নগর যুবলীগের ওয়ার্ড কমিটি গঠনে তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৪ | ১২:০৫ অপরাহ্ণ

যুবলীগের সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠনের তোড়জোড় শুরু করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। আজ (১ জুন) থেকে শুরু হচ্ছে সাংগঠনিক সপ্তাহ। ৭ সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সাত জোনে ভাগ করে ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

নগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন পূর্বকোণকে বলেন, ‘১ জুন থেকে সাংগঠনিক সপ্তাহ শুরু হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে সভা করে কমিটি গঠনের বিষয়ে সুপারিশ করবে সংশ্লিষ্ট সাংগঠিক কমিটি। কমিটির সুপারিশের ভিত্তিতেই ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।’

 

যুবলীগের নেতারা জানান, নগরের ৪৪ সাংগঠনিক ওয়ার্ডকে ৭টি জোনে ভাগ করা হয়েছে। ৭ সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সাতটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটি যুবলীগের বিভিন্ন পদের পাঁচ জন করে সদস্য থাকবে। এই সাংগঠনিক কমিটি সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। ৭ জোনে কর্মীসভা করবেন। পুরো মাসজুড়ে সাংগঠনিক সপ্তাহের কার্যক্রম চলবে। একই সময়ের যুবলীগের ওয়ার্ড কমিটির পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্তও সংগ্রহ করা হবে। সাংগঠনিক কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন বলেন, ‘যেসব ওয়ার্ডে সম্মেলন করার প্রয়োজন হবে তাতে সম্মেলন করা হবে। আর যেখানে আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটির প্রয়োজন, সেখানে সেভাবে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।’

 

২০২৩ সালের ১৩ জুন চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। মাহবুবুল হক সুমনকে সভাপতি ও মো. দিদারুল আলম দিদারকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্র থেকে ঘোষিত তিন বছরের কমিটির মেয়াদ উল্লেখ করা হয় ২০২২ সালের ২৯ মে সম্মোলনের তারিখ থেকে। সে হিসেবে বর্তমানে দুই বছর মেয়াদ শেষ এই কমিটি বাকি এক বছরে সকল ওয়ার্ডে কমিটি গঠন করতে পারবে কিনা প্রশ্ন থেকে যায়। যদিও ১৩১ সদস্যের মধ্যে ৪০ সদস্যের আংশিক কমিটির বাকি পদগুলো ৬০ দিনের মধ্যে পূরণ করে কেন্দ্র থেকে অনুমোদনের জন্য পাঠানোর কথা থাকলেও তা আজও করা হয়নি।

 

কমিটি ঘোষণার পর থেকে মাত্র তিনটি ওয়ার্ড কমিটি ঘোষণা করেছে নগর যুবলীগ। সম্মোলন ছাড়াই ৩১ নং আলকরণ, ১৫নং বাগমনিরাম ও ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে নগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল আনোয়ার পূর্বকোণকে বলেন, ‘৪৪ ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় নির্বাচন, নগর ও কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকায় কমিটি গঠন করা হয়নি। এখন সাংগঠনিক কাঠামো ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসেই ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।’

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট