চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চমেক হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৪ | ১:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগে ৭ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জেবিন চৌধুরী, শিশু নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিমল চন্দ্র দাশ, উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমাসহ শিশু স্বাস্থ্য বিভাগের নার্স, চিকিৎসকরা।

 

চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে অন্ধত্ব প্রতিরোধ হয়, শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে।

 

এছাড়া হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট