চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চান্দগাঁওয়ে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৪ | ৪:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন নূরন্নবী হাউসিং সোসাইটির পেছনে একটি ডোবা থেকে মনির (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির চান্দগাঁও থানাধীন খরমপাড়া এলাকার মো. মিজানের ছেলে।

 

মঙ্গলবার (২৮ মে) বিকাল ৪টায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির। তিনি বলেন, মনির তার নানার সাথে সবজি বিক্রি করতো। গত ২৬ মে থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন তার পরিবার। আজ বিকেলে নূরনবী হাউজিং সোসাইটির পেছনে একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

তিনি আরও বলেন, হাউজিং সোসাইটির পেছনে একটি রেলিং আছে। সে ওই রেলিং ঘেঁষেই যাচ্ছিল বা হাঁটছিল। পাশেই রয়েছে বৈদ্যুতিক সংযোগ। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। সিসিটিভি ফুটেজ পেলে জানা যাবে। তবে কোন দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট