চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইয়াবা-ফেন্সিডিলসহ চার মাদককারবারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২৪ | ৯:৪৮ অপরাহ্ণ

ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৪ মে) নগরীর কর্ণফুলী, কোতোয়ালী ও পাহাড়তলী এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন। 

 

গ্রেপ্তাররা হলেন-মো. ফিরোজ খান (৩৫), মো. আমির হোসেন (৩৬), মো. জাহিদ হাসান রনি (৩২) ও মো. সেলিম (৪৪)।

 

তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরী কোতোয়ালী থানাধীন চামড়ার গুদাম এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ মো. ফিরোজ খান ও মো. আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে  নগরীর পাহাড়তলী থানাধীন ফইল্যাতলী বাজারের সাগরিকামুখী রাস্তা থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ মো. জাহিদ হাসান রনিকে  গ্রেপ্তার করা হয়। এছাড়াও কর্ণফুলী থানার সহযোগিতায় মইজ্জারটেক এলাকায় চেকপোস্ট থেকে আসামি মো. সেলিমকে ১ হাজর ৪০০ শত পিস ইয়াবাসহ  আটক করা হয়।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট