চট্টগ্রাম নগরীর আকবরশাহে জুয়া খেলার সময় সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ মে) নগরীর আকবরশাহ্ হাউজিং সোসাইটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. ফুল মিয়া (৪৭), জয়নাল আবেদীন (৫৮), আনোয়ারুল (৩৮) ও রাজু মিয়া (৫২)।
পুলিশ জানায়, আকবরশাহ্ হাউজিং সোসাইটির ফারুক চৌধুরী মাঠের গাছ তলায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে এক বান্ডেল তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
আকবারশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আকবরশাহ থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ