চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পতেঙ্গায় বাইক চুরি, ফেনী থেকে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৪ | ৫:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন মোটরসাইকেল চুরির মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জাবেদ হোসেন প্রকাশ বাবু (২০), ও মো. আসিফ শেখ (২৩)।

 

মঙ্গলবার (২১ মে) ফেনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ভোরে পতেঙ্গার টিএসপি কারখানা সংলগ্ন এলাকায় চায়ের দোকানের সামনে থেকে সাইফুল ইসলামের একটি সুজুকি বাইক চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করলে ৪ ঘণ্টার মধ্যে ফেনীর ছাগলনাইয়া থানাধীন ১০ নম্বর গোপাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ নিজ কুঞ্জুরা গ্রাম থেকে ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে চুরি যাওয়া রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট