চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চাকরিচ্যুত এসআই আমিনুল সহযোগীসহ একদিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

২০ মে, ২০২৪ | ৮:৫৩ অপরাহ্ণ

প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় বরখাস্ত হওয়া খুলশী থানার উপ পরিদর্শক  আমিনুল ইসলাম ও তার সহযোগী শহীদুল ইসলাম জাহেদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২০মে) বিকেলে চট্টগ্রামের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটের কাজী শরীফুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালত সূত্রে জানা গেছে,  গতকাল রবিবার (১৯ মে) আবদুল খালেক নামের এক সৌদি প্রবাসী চট্টগ্রাম  বিমানবন্দর থেকে ফেরার পথে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় গতি রোধ করেন এসআই আমিনুল ইসলাম। দুই সহযোগীকে নিয়ে তিনি প্রবাসী আবদুল খালেকের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে ওই গাড়িসহ প্রবাসীকে নগরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বিকেল তিনটার দিকে আখতারুজ্জামান চৌধুরী উড়াল সড়কে নিয়ে যায়। পরে প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় প্রবাসী আবদুল খালেক পুলিশ কর্মকর্তার কাপড় ধরে রাখেন। কিছুক্ষণ ধস্তাধস্তির মধ্যে সেখানে ঘটনাটি লোকজনের জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগী শহীদুলকে গ্রেপ্তার করে। অপর সহযোগী পালিয়ে গেলে এ ঘটনায় প্রবাসী আবদুল খালেক বাদী হয়ে নগরের খুলশী থানায় মামলা করেন।  আজ সেই মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট